ডুবুরি নামার আগেই ভেসে উঠল লাশ

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় গোসল করতে গিয়ে বাঙালি নদীতে ডুবে মাহমুদুর রহমান শাকিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

এদিন দুপুরে বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে যান শাকিল। তিনি সোনাতলা উপজেলার মধুপুর দক্ষিণপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাঙালি নদীতে গোসলে যান শাকিল। গোসল শেষে পাড়ে ওঠার সময় পা পিচলে নদীতে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি করেও কোনো খোঁজ পাননি। সন্ধ্যায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তবে ডুবুরি এসে নদীতে নামার আগেই রাতে শাকিলের লাশ ভেসে ওঠে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নদীতে ডুবে শাকিলের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।