
করোনা সংক্রমণের মধ্যে হানা দিয়েছে ডেঙ্গু৷ ঢাকা শিশু হাসপাতালে গত দুই সপ্তাহের তুলনায় এই সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে৷ স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮,৮৫৩ জন৷ চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের প্রায় চল্লিশ শতাংশই এক থেকে বিশ বছরের মধ্যে।
এদিকে, অক্টোবরে এসেও নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু পরিস্থিতি তাই অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়াও, চলতি সপ্তাহ থেকেই ১২ বছরের বেশি বয়সী শিশুদের দেওয়া হবে করোনার টিকা। এ কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
ঢাকা শিশু হাসপাতালে এ মৌসুমে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১৯ শিশু। বর্তমানে রাজধানীর এ হাসপাতালে ৪৮ শিশু এখনো লড়ছে এই ভাইরাস নিয়ে। আইসিইউ চাপ কমলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি।
করোনাকালে ঘরে থাকাতেই এই মৌসুমে কম বয়সীরা বেশি আক্রান্ত হয়েছে বলছেন চিকিৎসক। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞদের শঙ্কা নভেম্বর পর্যন্ত ভোগাতে পারে এবারের ডেঙ্গু তাই থাকতে হবে সচেতন।
এদিকে ঋতু পরিবর্তনের এই সময়টাতে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা। তাই তাদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের।