
বিনোদন ডেস্ক : বলিউডের ‘ফ্যাশনিস্তা’খ্যাত অভিনেত্রী সোনম কাপুর। সিনেমার চেয়ে ব্যক্তিগত নানা কারণে বছরজুড়ে খবরে থাকেন এ অভিনেত্রী। বিশেষ করে প্রেমের সম্পর্কের কারণে বর্তমানে প্রায়ই শিরোনাম হচ্ছেন তিনি।
অনেক কথা মিডিয়ার সামনে অকপটে প্রকাশ করলেও ব্যক্তিগত বিষয়ে, বিশেষ করে প্রেমের বিষয়টি নিয়ে একেবারে চুপচাপ এ অভিনেত্রী।
জনপ্রিয় টক শো ‘কফি উইথ করন’র সর্বশেষ প্রচারিত পর্বে দেখা গেছে সোনম কাপুর ও কারিনা কাপুরকে। খোলাখুলি কথা বলার ব্যাপারে বলিউডে এই দুই তারকার জুড়ি নেই। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তারা।
অনুষ্ঠানটিতে ব্যক্তিগত নানা বিষয়ে প্রশ্ন করেন সঞ্চালক করন জোহর। সোনমের বেলাতেও ব্যতিক্রম হয়নি। লন্ডন প্রবাসী ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ডেটিংয়ের বিষয়ে সোনমকে প্রশ্ন করা হলে এ অভিনেত্রী বলেন, ‘লন্ডন থেকে আগত ব্যবসায়ীর সঙ্গে বরাবরই আমি ডেটিং করি। ব্যক্তিগত বিষয় আমার কাছে খুবই পবিত্র। এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।’