মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ নীলফামারীর ডোমারে অটো বাইক চুরি করতে গিয়ে এক ইউপি সদস্য জনতার হাতে আটক হয়েছেন। ইউপি সদস্যের নাম আব্দুস ছালাম। সে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং ওই এলাকার অলিয়ার রহমানের ছেলে।
মঙ্গলবার ভোরে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে গেলে বোড়াগাড়ী আনছার ভিডিপি ইউনিয়ন দলপতি মশিয়ার রহমান ও চৌকিদার সুরেন্দ্র নাথ জানায়,সোমবার দিবাগত গভীর রাতে বোড়াগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নয়ানী বাকডোকরা গ্রামের মেঘনাথ রায়ের বাড়ীতে একটি অটোবাইক চুরি করতে যায় ওই ইউপি সদস্য। এসময় মেঘনাথ ওই অটোবাইকে ঘুমিয়ে ছিলেন। টের পেয়ে চিৎকার শুরু করে দিলে এলাকার লোকজনের সহায়তায় ইউপি সদস্য আব্দুস ছালামকে আটক করে বোড়াগাড়ী ইউপি সদস্য সুরেন্দ্র নাথের বাড়ীতে নিয়ে যায়। মঙ্গলবার ভোররাতে চোর ইউপি সদস্যকে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে তাকে দেখার জন্য এলাকার হাজারো লোকজন সেখানে ভীড় জমায়। বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানায়,তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।