মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ- নীলফামারীর ডোমারে জমি-জমার বিরোধ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত ও ঘরে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটী প্রগতি পাড়া গ্রামে। আহতদের বোড়াগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছেজানা গেছে, দীর্ঘ দিন থেকে উভয় পক্ষের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন ফয়জদ্দীর তাঁর দলবল নিয়ে প্রতিপক্ষ আবু সাইদের ঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ফয়জদ্দীনের পুত্র মনোয়ার, আনারুল, জামাই নুর ইসলাম, আজিজের পুত্র রবিউল, মোজা, রতন, বুলবুলের স্ত্রী রুপালী ও মনোয়ারের স্ত্রী মনোয়ারাসহ আরো অনেকে লাঠিসোটা, দা, বটি নিয়ে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
আহতরা হলেন, আবু সাইদ,তার ছেলে সুজন,সুমন,সোহেল, মনোয়ার হোসেন ও তার স্ত্রী মনোয়ারা বেগম।
ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে চিলাহাটী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জুলফিকার, এ এস আই রতন রায় ও ওই ওয়ার্ডের মেম্বার ইউছুব আলী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এস আই জুলফিকার বলেন, উভয় পক্ষকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।