ডোমারে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন-এমপি অাফতাব

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ নীলফামারীর ডোমারে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন ও ৫ম তম অষ্ট কালীন নীলা কির্ত্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা মাস্টার পাড়া গীতাঞ্জলী ভাগবত সেবা আশ্রম আয়োজিত বুধবার (১৪ ডিসেম্বর) ভোররাত্রী থেকে তুলসি আরতি, নগর পরিক্রমা, শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে কির্ত্তনের শুভ সূচনা করা হয়।রাতে নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে ইউপি সদস্য দিপালী রাণী রায়ের সভপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সন্ধ্যা রাণী রায়, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ, যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিমুন, কৃষক লীগের সভাপতি হাবিবুল হক দুলাল। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনছুর আলী, বিশিস্ট ব্যবসায়ী প্রান কিশোর রায়, ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ, শংকর চন্দ্র অধিকারী, শিক্ষক বিনয় কুমার রায় প্রমূখ। কির্ত্তন দেখতে এলাকার হাজারো ভক্তের ঢল নামে, যেনো মন্দির প্রাঙ্গন হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়েছে। এর মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীতে সকলের সহযোগীতা পেলে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে পরিচালনা কমিটি জানান।