ডোমারে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে প্রশাসন

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ– নীলফামারী জেলার ডোমার শহরের যানজট নিরসনের লক্ষে প্রধান সড়ক দখল করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযানে নেমেছে প্রশাসন।মঙ্গলবার দুপুরে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু ও ডোমার থানার অফিসার ইনচার্জ আহমেদ রাজিউর রহমানের নেতৃত্বে ডোমার বাসষ্ট্যান্ড থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত এক উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট অপসারন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ। পৌর মেয়র জানান, শহরে অবৈধভাবে দখলকরা সকল রাস্তায় উচ্ছেদ অভিয়ান চালানো হবে।উল্লেখ্য যে, শহরের বিভিন্ন রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করায় যানজট তীব্র আকার ধারন করেছে। গত ২ অক্টেবর উপজেলা প্রশাসনের উদ্যোগে যানজট নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।