ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার ডানেডিন টেস্টের পঞ্চম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে প্রোটিয়া ও কিউইদের।
গতকাল চতুর্থ দিনে ছয় উইকেটে ২২৪ রান নিয়ে খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৫৬ রানে অপরাজিত ছিলেন। এছাড়া প্রথম ইনিংসে ১৪০ রান করা ওপেনার ডিন এলগার সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতে আউট হন। আর হাশিম আমলার ব্যাট থেকে ২৪, জেডি ডুমিনির ব্যাট থেকে আসে ৩৯ রান।
বল হাতে নিউজিল্যান্ডের হয়ে দু’টি করে উইকেট নেন নেইল ওয়াগনার ও জিতান প্যাটেল। একটি করে নেন ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার।
ডানেডিনে এর আগে নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩০৮ রানের জবাবে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ৩৪১ রান করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে উইলিয়ামসনের সেঞ্চুরির সঙ্গে ফিফটি হাঁকান স্বাগতিক ব্যাটসম্যান জিত রাভাল ও বিজে ওয়াটলিং।
সফরকারী দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই সিরিজে তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। প্রথম টেস্ট ড্রয়ের পর এবার দ্বিতীয় টেস্টে আগামী ১৬ মার্চ ওয়েলিংটনে প্রোটিয়াদের স্বাগত জানাবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।