ড. জাহাঙ্গীরের যোগদান প্রধান তথ্য কর্মকর্তায়

সচিবালয় প্রতিবেদক : ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বুধবার প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে তথ্য অধিদপ্তরে যোগ দিয়েছেন।

তিনি বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ছিলেন। তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, কর্মজীবন শেষ করায় আজ তথ্য অধিদপ্তরে প্রাক্তন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরীকে সংবর্ধনা ও ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।