ড. সা’দত হুসাইনের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

বিশেষ প্রতিবেদকঃ সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৪৯ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. সা’দত হুসাইন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশমন্ত্রী শাহাবউদ্দীন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা’দত হুসাইন। এরপর তিনি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে।