ঢাকার উপর দিয়ে ৭৪ কিলোমিটার বেগে বয়ে গেল কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদকঃ চৈত্র মাসের মাঝামাঝি থেকে সারা দেশেই বেশ গরম পড়ছিল। দেশের মধ্যাঞ্চলে এবং উত্তরপশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গায় দাবদাহ বয়ে যাচ্ছিল। কিন্তু বৈশাখের শুরুতে প্রকৃতির মেজাজ বদলাতে শুরু করে।

সাধারণত সন্ধ্যার পর কিংবা মধ্যরাতে বয়ে যায় কালবৈশাখী। আজ বৃহস্পতিবার কালবৈশাখী একটু অন্য সময়ে ঝাপটা দিয়েছে। সময়টা বিকেলবেলা। তবে বেশ অল্প স্বল্প সময়ের জন্য। ঘড়ির কাঁটার হিসাবে বিকাল চারটা। মাত্র আধাঘণ্টা সময় নিয়ে রাজধানী ঢাকার উপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। স্বল্প সময় হলেও এর গতিবেগ ছিল ঘন্টায় ৭৪ কিলোমিটার। এর সঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, রাজধানী ঢাকার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় ছিল বিকাল চারটা। সেই সময় এর গতিবেগ ছিল ঘন্টায় ৭৪ কিলোমিটার।

কালবোশেখী বয়ে যাওয়ার পর ঝলমলে রোদ দেখা দেয়। এরপর আবারো আকাশ কালো হতে শুরু করে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ বিকেলের কালবৈশাখী শুধু রাজধানী ঢাকাতেই নয়, পার্শ্ববর্তী জেলা টাংগাইল, ময়মনসিংহ, সিলেট, এরপর কুমিল্লার ওপর দিয়ে বয়ে যায়।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আগামীকাল শুক্রবার এবং এরপর দিন শনিবারও কালবৈশাখী হয়ে যাবে। তার মানে এই নয় যে রাজধানী ঢাকায় এ কয়দিন কালবৈশাখী হবে। দেশের বিভিন্ন জেলাতেই এই দুইদিন কালবৈশাখী আঘাত হানবে। তবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অবশ্য কালবৈশাখীর কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানান তিনি। এছাড়া চলতি এপ্রিল মাসে কোন সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ আব্দুল মান্নান।