ঢাকায় এসেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দুই দিনের সফরে বুধবার দুপুরে ঢাকায় এসেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

মনোহর পারিকরের নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলে আছেন দেশটির সেনা, নৌ এবং বিমান বাহিনীর উপ-প্রধানরা।

প্রতিনিধিদলটি রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের প্রথম দিনেই তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রথম দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হতে যাচ্ছে। মনোহর পারিকরের এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার কথা আছে।

এদিকে পারিকরের এই সফর সম্পর্কে ভারতের সরকারি সূত্র উল্লেখ করে দেশটির গণমাধ্যম লিখেছে, এই সফরে দুই দেশের মধ্যে একটি নতুন ধরনের প্রতিরক্ষা কাঠামো তৈরি করা হবে, যা দুই দেশের মধ্যে সৈন্য আদান-প্রদান, প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ এবং যৌথ সামরিক মহড়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এদিকে আগামী ডিসেম্বরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা রয়েছে।