ঢাকায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ড সিরিজ চলাকালীন সময়ে হঠাৎই ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা প্রধান সন ক্যারল।

২০১৭ সালের আগস্টে বাংলাদেশে পূর্ব নির্ধারিত টেস্ট সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তার আগে ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরখ করে দেখতেই আসলে ক্যারলের ঢাকায় আসা।

নিরাপত্তা ব্যবস্থা দেখতে বৃহস্পতিবার হোটেল র‍্যাডিসন থেকে মিরপুর স্টেডিয়াম পর্যন্ত ইংল্যান্ড দলের সঙ্গে ছিলেন ক্যারল। শুক্রবার শুরু হওয়া বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টেও নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখবেন তিনি।

ক্যারলের এ সফর নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা ক্যারলের সফর সম্পর্কে অবগত। তিনি আজ (বৃহস্পতিবার) ঢাকায় এসে ইংল্যান্ড দলের সঙ্গে মাঠে এসেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা দেখছেন। আরো কিছুদিন তিনি এখানে থাকবেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সঙ্গেও আমরা এ ব্যাপারে যোগাযোগ রাখছি।’

নিজামউদ্দিন চৌধুরী আরো বলেছেন, ‘এটা দারুণ ইঙ্গিত, এর মানে তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চায় এবং আগামী বছরে সফরে আসার ব্যাপারে ইতিবাচক।’

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর হওয়ার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ স্তগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের নতুন সময়সূচি হিসেবে আগামী বছরে আগস্টকে বেছে নিয়েছে তারা।