ঢাকা ও খুলনা একাদশ

ক্রীড়া ডেস্ক : গ্রুপপর্বের দৌড় শেষে বিপিএলে ফাইনালে উঠার লড়াইয়ে আজ থেকে মাঠে নামছে গ্রুপের শীর্ষ চার দল।

মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস। আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স।

বিপিএলে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে হেরেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল ঢাকা ডায়নামাইটস। আগেই শেষ চার নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে নিজেদের তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিল দলটি। তবে ফাইনালে উঠার লড়াই বলে আজ খুলনার বিপক্ষে পুরো শক্তির দল নিয়েই মাঠে নামতে চাইবে সাকিব আল হাসানের দল।

অন্যদিকে শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে খুলনা।ঢাকার বিপক্ষে নিজেদের দুটি ম্যাচেই জিতেছে দলটি। আজও তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। ময়দানী লড়াইয়ে নামার আগেও চলুন এই দু’দলের  সম্ভাব্য একাদশ জেনে নেই।

ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ :

১. মেহেদী মারুফ

২. এভিন লুইস

৩. সেকুজি প্রসন্ন

৪. আন্দ্রে রাসেল

৫. সাকিব আল হাসান

৬. ডোয়াইন ব্রাভো

৭. মোসাদ্দেক হোসেন

৮. নাসির হোসেন

৯. সানজামুল ইসলাম

১০. ইরফান শুকুর

১১. আবু জায়েদ।

 খুলনা টাইটান্সের সম্ভাব্য একাদশ :

১. রিকি ওয়েসেলস

২. হাসানুজ্জামান

৩. আব্দুল মজিদ

৪. মাহমুদউল্লাহ রিয়াদ

৫. নিকোলাস পুরাণ

৬. আরিফুল হক

৭. শুভাগত হোম

৮. বেনি হওয়েল

৯. জুনাইদ খান

১০. শফিউল ইসলাম

১১. মোশাররফ হোসেন।