ঢাকা জেলা পরিষদের টেবিল চেয়ারে উপস্থিত নেই কর্মকর্তারা

রিয়াজ রহমান ঃ বিগত এক সপ্তাহ যাবৎ ঢাকা জেলা পরিষদের উত্তরা কার্য্যলয়ে গিয়ে দেখা যায় কর্মকর্তা কর্মচারীদের চেয়ার টেবিল খালি পরে আছে। ভূক্ত ভোগী কাইয়ুম আলী জানান, গত এক সপ্তাহ ধরে বড় স্যার থেকে শুরু করে মাঝারী ও ছোট স্যারেরা কেউই জেলাপরিষদে আসেন নাই। আমি গত সাত দিন একটি কাজে এসে কোন স্যারের দেখা পাই নাই। পরিষদের পিয়ন জানান স্যারেরা বিভিন্ন দাওয়াতে আছে। আপনি সপ্তাহ খানেক পরে আইসেন। আমি জানতে চাইলাম ভাই এক সপ্তাহ পরে আসলে আপনার স্যারেগো পাইবো তো? পিয়ন আমাকে ধমক দিয়ে বলে যান ভাই আমাকে বিরক্ত করিয়েন না। অফিস থেকে একটু উত্তর দিকে বেড়িয়ে আসলে মানুষের জটলা দেখা যায়। সেখানে আমি নিঃচুপ দাড়িয়ে ছিলাম শুনলাম তারা বলাবলি করিতেছে। জেলা পরিষদের খোদ চেয়ারম্যান মোঃ মাহবুুবুর রহমান সহ এমনকি অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সিঃ সহকারী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম সহ অফিসাররা জেলাজরিষদে নিয়মিত আসছেন না।এতে সেবার বদলে ঠিকাদারদের ভোগান্তি চরমে উঠেছে এ জেন দেখার মত কেউ নেই। এই বিষয়টিকে অনেকে উল্লেখ করেন এটা যেন মগের মুল্লুকে পরিনত করে ছেন চেয়ারম্যান। বিভিন্ন কর্মকর্তাদের সাথে মুঠোফোনে কথা বললে তারা প্রতিবেদককে জানান আমরা স্মরনিকা ছাপানোর কাজে ব্যস্ত আছি। মুঠোফোনে (প্রশাসনিক কর্মকর্তা),ফারুক আহাম্মেদ আরও বলেন, আপনারা এই বিষয়ে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন। এই ব্যাপারে চেয়ারম্যানের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নাই। আমাদের যতটুকো ধারনা বর্তমান সরকার জনগনের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের গনতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র স্লোগান থাকলেও চেয়ারম্যান তার বিপরিদ দিকে হাটছে বলে মন্তব্য করেন ভুক্ত ভূগিরা।