
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে এখনও চার মাস। হাতে রয়েছে প্রচুর সময়। কিন্তু দম ফেলানোর সময় নেই বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের কর্মকর্তাদের। দল গোছানোর কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
আগেভাগে দল গোছানোর কাজে মাঠে নামায় ভালো মানের খেলোয়াড়দেরও পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা এবারের আসরেও ঢাকার জার্সিতে মাঠ মাতাবেন। ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ এরই মধ্যে চুক্তি করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে। এবারের আসরে তাদের দলের সবথেকে বড় চমক অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার ডানহাতি এ অলরাউন্ডার প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছেন।
ঢাকা ডায়নামাইটস তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্টের মাধ্যমে শেন ওয়াটসনকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে লিখা ছিল,‘আমাদের নতুন ডায়নামিক অলরাউন্ডার শেন ওয়াটসনের সঙ্গে পরিচয় হোক। দুবারের অ্যালান বোর্ডার মেডেল জেতা এ খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নদের হয়ে খেলবে। বিপিএল মাতাতে প্রস্তুত ওয়াটসন।’
বিপিএলের নিয়মিত মুখ শহীদ আফ্রিদি। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন বুমবুম খ্যাত আফ্রিদি। এবার দল পাল্টে ঢাকা ডায়নামাইটসে তিনি। তাকে নিয়ে ফেসবুকে ঢাকা ডায়নামাইটস লিখেছে,‘ভক্তদের প্রিয় অলরাউন্ডার শহীদ আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন। সীট বেল্ট বেঁধে আফ্রিদি শো জন্য দেখার অপেক্ষায় থাকুন।’