ঢাকা পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’ নাটকের ৫০তম প্রদর্শনী আজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’ নাটকের ৫০তম প্রদর্শনী আজ শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে।

জাতীয় শিল্পকলার নাট্যশালার মূল হলে নাটকটি প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

হাস্যরসাত্মক লোক নাটকটি খুলনা অঞ্চল থেকে সংগ্রহ করে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল। লোকজ নাটকটি দেশীয় ঢংয়ে গল্পের ভঙ্গিতে মঞ্চে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করবেন কুশীলবরা।

নাটকটির বিষয়ে কাজী চপল বলেন, ‘নাটকটির মাধ্যমে উঠে এসেছে রূপকথার গল্পের মতো পাইচো চোরের নানা কর্মকাণ্ড। ঢাকা পদাতিকের কুশীলবরা প্রাণবন্ত উপস্থাপনের মাধ্যমে তুলে ধরবে খুলনার আঞ্চলিকতাকে।’

‘পাইচো চোরের কিচ্ছায়’ প্রধান চরিত্রে অভিনয় করছেন সালাউদ্দিন রাহাত। গল্পে গানে কাহিনীকে সুবিস্তৃত করেছেন কাজী শিলা।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ, মাসুদ আহমেদ, জাকারিয়া কিরণ, শ্যামল হাসান, পিয়া, মুমু, তন্দ্রা, তন্নি, সম্রাট, সুমন, শাওন, লিটন, নিপা, জাহাঙ্গীর, কবির, কাজী আমিনুর, দেবাশীষ বড়ুয়া, সজল, সুমন দত্ত, আল আমিন প্রমুখ।