নিজস্ব প্রতিবেদকঃ দেশে দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকায়। এ বিভাগে করোনা শনাক্তের হার ৮৩.০৭ শতাংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২ মে) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টার হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে করোনা শনাক্তের হার ৮৩.০৭ শতাংশ। এছাড়া নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪.৬ শতাংশ, সিলেটে ১.৫৭ শতাংশ, রংপুরে ১.৮ শতাংশ, খুলনায় ২.২ শতাংশ, ময়মনসিংহে ৩.৭১, বরিশালে ১.৬৯ শতাংশ ও রাজশাহী বিভাগে ১.৫৩ শতাংশ রয়েছেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকেই ঢাকার বাসিন্দা। এর মধ্যে ৩ পুরুষ ও ২ নারী রয়েছেন। এ নিয়ে সরকারি হিসেবে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭৫। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছে ৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৭৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। বিপরীতে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭টি। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৭৬ হাজার ৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬৮ জন। এখন পর্যন্ত মোট আইসোলেশনে আছেন ১ হাজার ৬৩২ জন। এ বাদে গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গেছেন এক হাজার ৫৪৩ জন।
উদ্ভূত পরিস্থিতিতে করোনা রোধে করণীয় প্রসঙ্গে নাসিমা সুলতানা বলেন, প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি, এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো সামজিক দূরত্ব বজায় রাখা। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সবসময় বলছে। আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি, তাহলে অনেকটা নিরাপদ থাকবো। যদি নিয়মিত হাত ধুই, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে বারবার হাত ধুই, তাহলে আমরা এই সংক্রমণ প্রতিরোধ করতে পারবো। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে হাঁচি, কাশি দেওয়া, ব্যবহৃত কাপড় বা টিস্যু যথাযথ স্থানে ফেলার ব্যাপারে পরামর্শ দেন।