নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদালয়ে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, আরবান এনজিও ফোরাম এবং সেন্টার ফর আরবান রেজিলিয়েন্সের যৌথ উদোগে নগর সংলাপের আয়োজন করা হয়েছে।
আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর বিশ্ববিদালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ সংলাপ।
বুধবার সকাল ১০টায় এর উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ড. সেলিনা হায়াত আইভী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।