
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীতে চলাচলকারী সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকরা ১০ দফা দাবি জানিয়েছেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ঢাকা সিএনজি অটোরিক্সা শ্রমিক সমন্বয় পরিদের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ হানিফ খোকন। দাবিগুলো হলো-
১. ঢাকা মহানগরীতে থ্রি হুইলার লাইসেন্সধারীদের মধ্যে অতিরিক্ত ৫ হাজার সিএনজি অটোরিক্সা দ্রুত গেজেট প্রকাশ করে বিতরণের ব্যবস্থা করা।
২. সরকারি আদেশ অমান্য করে ৯০০ টাকার অতিরিক্ত দৈনিক জমা আদায়কারী মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্যারেজে সন্ধ্যাকালীন মোবাইল কোর্ট পরিচালনা করা।
৩. গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায় নিবন্ধনকৃত সিএনজি অটোরিক্সার ঢাকা মহানগরীতে চলাচল বন্ধ করা এবং স্থায়ী ডাম্পিংয়ের ব্যবস্থা করা।
৪. মোটরযান আইন অমান্য করে আমদানীকারক প্রতিষ্ঠান কর্তৃক নিবন্ধনবিহীন অটোরিক্সার বিক্রয় লব্ধ টাকা ক্রেতাকে ফেরত প্রদানের ব্যবস্থা করা।
৫. উবার, রাইডার ও চল নামে প্রাইভেটকারের ঢাকা মহানগরীতে বাণিজ্যিক চলাচল বন্ধ করা।
৬. পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে ব্যবহারিক পরীক্ষা বন্ধ এবং ফেডারেশন ভূক্ত ড্রাইভিং লাইসেন্সধারীদের প্রত্যায়নপত্র প্রথা বাতিল করা।
৭. ট্যাক্সি ক্যাবকে হালকা যানের অন্তর্ভূক্ত করা।
৮. যাত্রী সাধারণ ও চালকদের সুবিধার্থে ঢাকা মহানগরীর জন গুরুত্বপূর্ণ স্থানে পার্কিং বোর্ড স্থাপন করে পার্কিংয়ের ব্যবস্থা করা।
৯. সিএনজি/পেট্রোল চালিত ফোর স্ট্রোক থ্রি হুইলার সার্ভিস নীতিমালা ২০০৭ এর ঙ(৫) অনুচ্ছেদ বাস্তবায়নার্থে ইউনিয়নের পরিচয়পত্র ছাড়াও অটোরিক্সা চালানোর সুযোগ সৃষ্টি করা।
১০. সিএনজি চালিত অটোরিক্সা চুরি, ছিনতাই ও চালক হত্যা বন্ধ করা এবং চুরি বা ছিনতাইকালে আহত/নিহত চালকদের যথপোযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে ঢাকা সিএনজি অটোরিক্সা শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মো: জাকির হোসেন ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।