নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বিভাগীয় ডিজিটাল মেলা ২০১৭’।
বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে উদ্ভাবনী কর্মকাণ্ড প্রচার ও জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন বলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানিয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। এরপর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানিয়েছেন, ‘রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য-প্রযুক্তির ব্যবহার ও নাগরিক সেবায় উদ্ভাবনী ধারণাসমূহ বাস্তবায়নের মাধ্যমে কম খরচে দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় যেসব সেবা নিশ্চিত করা হচ্ছে তা জানানোর জন্যই এই মেলা।’