নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভূক্ত চ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদসহ মোট ১২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৪৩ জন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৫ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ড. নূর-ই-ইসলাম জানান, চ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।