নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ করাকে কেন্দ্র করে ইজারাদারদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের কমপক্ষে ২০ শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার দুপুরে পার্কের প্রধান গেটের সামনে ছাত্রদের ওপর হামলা করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের প্রধান ড. সৈয়দ আব্দুল হামিদ জানান, বন অধিদপ্তর থেকে ১৮৫ জন শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় প্যাকেজ নিয়ে শিক্ষার্থীরা পার্কে প্রবেশ করছিল। এ সময় পার্কের গেটে দায়িত্ব পালনরত ইজারাদারের লোকজন শিক্ষার্থীদের কাছে পরিচয়পত্র দেখতে চায়। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ বাদে অন্য বর্ষের শিক্ষার্থীরা আইডি কার্ড দেখালে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের এখনো আইডিকার্ড ইস্যু না হওয়ায় তারা ভর্তির রশিদ ও লাইব্রেরি কার্ড দেখালেও তাদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। এ নিয়ে ইজারাদারের লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকটি হয়। এক পর্যায়ে শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গেটের ইজারাদার সফিকুর রহমান ও শ্রীপুর থানা কৃষকলীগের সভাপতি মো. কবির হোসেনের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। হামলায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. আনিসুর রহমান বলেন, বন বিভাগের অনুমতি ও পরিচয়ের বৈধ কাগজপত্র থাকার পরও সফিক ও কবির তাদের লোকজন নিয়ে প্রধান গেট বন্ধ করে দেয় এবং ইনস্টিটিউটের দুই ছাত্রীসহ ২০ জনকে লাঠিপেটা করে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর বলেন, বৈধ অনুমতি নেওয়ার পরও এ ধরনের ঘটনা দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থিরচিত্র দেখে এ ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইজারাদার সফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, পার্কে প্রবেশের সময় শিক্ষার্থীদের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে গেটের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তা দেখে তিনি এগিয়ে গেলে পেছন থেকে হামলা চালানো হয়। এতে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এর সঙ্গে তার সম্পৃক্ততা নেই।