ঢাবি শিক্ষার্থীদের কবিতা সংকলন আসছে বইমেলায়

নিজস্ব প্রতিবেদক : ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৭’ এ আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের লেখা কবিতা সংকলন ‘জন্মাতে চাই প্রাক্তন সময়ের গর্ভে’।

আলী আহসান বাবু ও মাহফুজা আক্তারের সম্পাদিত কবিতা সংকলনটি প্রকাশিত হচ্ছে স্বনামধন্য প্রকাশনী ‘বাংলার কবিতা প্রকাশন’ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের ৪০ জন শিক্ষার্থীর কবিতা রয়েছে এই গ্রন্থে।

বইটির সম্পাদক মাহফুজা আক্তার জানিয়েছেন, ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বইটির মোড়ক উন্মোচন করবেন।

একুশে বইমেলার লিটলম্যাগ চত্বরের ১৭নং স্টলে বইটি পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলার কবিতা প্রকাশনের প্রকাশক আহসান আল আজাদ।

উল্লেখ্য, কাব্য সংকলনটি প্রকাশের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করেছে ‘লেখালেখির আড্ডাঘর, ঢাবি’ নামের একটি ফেসবুক গ্রুপ।

বইটির সম্পাদক আলী আহসান বাবু বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের আরো এক ধাপ এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আগামীতে আমাদের “ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ” নামে একটি ঢাবিকেন্দ্রিক সাহিত্য সংগঠন গড়ে তোলার ইচ্ছা রয়েছে। আমরা এ ব্যাপারে ভিসি স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’