নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্ব তেজতুরী পাড়ার একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তেজতুরী পাড়ার ৮১ নম্বর তালুকদার ক্যাসল অ্যাপার্টমেন্টের ছয় তলার ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফরা আনিকা মৈত্রী (২১) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
আফরা আনিকা মৈত্রী মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আনিকার বাবার নাম আশরাফ উদ্দীন। তাদের বাড়ি নোয়াখালীর সুধারাম মাইজদি কোর্ট এলাকার খন্দকার পাড়ায়। আনিকার বোন আফরা আনান মৃদু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘বিকেল ৩টার দিকে তালুকদার ক্যাসলের ছয় তলায় আনিকার কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে সন্ধ্যায় লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে ছোট বোনের মৃত্যুর বিষয়ে আফরা আনান মৃদুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।