ঢামেক মাদক মামলার এক আসামি পালিয়েছে

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা নিতে আসা মাদক মামলার এক আসামি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট থেকে পালিয়েছে।

সুজন (২৩) নামের ওই আসামি মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বার্ন ইউনিটের চতুর্থ তলা থেকে পালিয়ে গেছে বলে ধারণা করছেন মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

তবে ঢামেক সূত্র জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সুজন পালিয়ে যান। তিনি হেরোইন চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবার নাম হজরত আলী।

জানা গেছে, সুজন কেরানীগঞ্জ মডেল থানার একটি মাদক মামলার আসামি। তিনি গ্রেপ্তারের পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। মঙ্গলবার দুপুরে তাকে চিকিৎসার জন্য বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। তিনি চতুর্থ তলার এক্স-১ নম্বর বিছানায় ভর্তি ছিলেন। তার প্রহরার দায়িত্বে আলামিন ও সুমন নামের দুজন কারারক্ষী ছিলেন। ভোরে তাদেরকে ফাঁকি দিয়ে সুজন পালিয়ে যান।

বাচ্চু মিয়া জানিয়েছেন, ইতোমধ্যে দুই কারারক্ষীকে ক্লোজড করা হয়েছে।

মেডিক্যাল প্রতিনিধি বুলবুল চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, বার্ন ইউনিটে রোগীর সংকুলান না হওয়ায় আসামিকে চার তলার এক্স-১ বিছানায় ভর্তি করা হয়। এটি চার তলার বারান্দায়। মূলত রোগীদের চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ এভাবে সিট বাড়িয়েছিল। যেখানে আসামি রাখা হয়েছিল সেখান থেকে আসামির পালিয়ে যাওয়ার রাস্তা অনেক সহজ।