নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ দুজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্য একজনের নাম শাকিল (৪)। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম জানা যায়নি।
হতাহতের কেউই অ্যাম্বুলেন্সের আরোহী ছিলেন না। তারা পথচারী ও রিকশাচালক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে একটি অ্যাম্বুলেন্স ঢামেক পুলিশ ক্যাম্পের সামনে টার্নিং নিতে গেলে সেটি উল্টে যায়। এ সময় গাড়িচাপায় দুজনের মৃত্যু হয়। আহত হন পাঁচজন। আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ও নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।