তথ্য প্রযুক্তির এই বর্ধনশীল যুগে আমাদের সবার জীবনেই স্মার্টফোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

তথ্য প্রযুক্তির এই বর্ধনশীল যুগে আমাদের সবার জীবনেই স্মার্টফোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এন্ড্রয়েড ওএস এর মাধ্যমে অনেক স্মার্টফোনের সম্পর্কেই বেশ কিছু জানা যায় নি বা জানা এখনো বাকি রয়েছে। ব্যবহারকারীদের এটি আরো স্বাধীনতা দিয়ে থাকে এবং নানা ফিচারের সুবিধা দিয়ে থাকে। মূলত এন্ড্রয়েড তার ব্যবহারকারীদের কাছে বেশি প্রয়োজনীয় কারণ এর মাধ্যমে অনেক অ্যাপ এবং গেম ব্যবহার করা যায়। এসব কিছুই হয়ে থাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবার মাধ্যমে।

গুগল প্লে

গুগল প্লে স্টোর আপনাকে একটি গেটওয়ে হিসাবে সাহায্য করবে যার মাধ্যমে আপনি গেম ও নানা ধরণের অ্যাপ নামিয়ে নিতে পারবেন ও তা আপডেট করতে পারবেন। কিন্তু অনেক ব্যবহারকারীরাই বুঝতে পারেন না যে এটিও একটি অ্যাপ যেটি আপডেটেড হবার প্রয়োজনীয়তা রাখে। গুগল প্লে স্টোরের নতুন একটি আপডেট এসেছে যার মাধ্যমে আগের ভার্সনের বাগ থেকে আপনি মুক্ত হতে পারবেন।

এপিকে মিরর (ApkMirror) থেকে আপনি নতুন ভার্সনটি ডাউনলোড করতে পারবেন কিংবা এই অ্যাপের থেকেই আপনি তা আপডেট করার অপশন পাবেন।