তদন্তে গিয়ে মারধরের শিকার ৪ পুলিশ সদস্য

জেলা প্রতিবেদকঃ জমিসংক্রান্ত একটি অভিযোগ তদন্ত করতে গিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুলিশের এক কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় মারধরের শিকার এসআই রেজা-ই-রাব্বী মণ্ডলকে (৩০) গঙ্গাচড়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্য তিন পুলিশ সদস্য ওয়েদুর, মিথুন ও শরিফুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় পানাপুকুর ইউপি সদস্য আজগার আলী জানান, রংপুর নগরীর সিওবাজার এলাকার মহুবার রহমান গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের চৌধুরীর হাট গ্রামের আশরাফুল ইসলামের ৭৫ শতক জমি কেনার জন্য বায়না করেন। কথা ছিল ছয় মাসের মধ্যে জমির সম্পূর্ণ টাকা দিয়ে আশরাফুলের কাছ থেকে মহুবার রহমান কবলা দলিল করে নেবেন। কিন্তু ছয় মাসের জায়গায় ১১ মাস অতিবাহিত হলেও আশরাফুলকে তিনি টাকা দিতে ব্যর্থ হন। এ নিয়ে কয়েকবার বিচার হলেও টাকা দিতে তালবাহানা করেন মহুবার। উল্টো টাকা না দিয়ে ইট, রড সিমেন্ট নিয়ে এসে নতুন চালকলের গোডাউন ও মিল তৈরির কাজ শুরু করেন মহুবার।

বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। এ ঘটনায় আশরাফুল থানায় অভিযোগ করেন। পরে শুক্রবার আশরাফুল পরিবারের লোকজনকে নিয়ে ওই জমিতে গাছ লাগাতে গেলে মহুবার থানায় লিখিত অভিযোগ দেন ও পুলিশকে জানান।

দুপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল শুক্রবার বিকালে ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের সঙ্গে আশরাফুলের বাকবিতণ্ডা শুরু হয়। পরে পুলিশ আশরাফুলকে টেনেহিঁচড়ে পিকআপ ভ্যানে তোলার চেষ্টা করলে বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশকে বাধা দেন। পরে স্থানীয় এক নারীকে গুলি করার হুমকি দেন এক পুলিশ সদস্য। এতেই বিক্ষুব্ধ লোকজন পুলিশ সদস্যদের আটকে মারধর করেন।

খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা থেকে আরেক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ সময় গ্রামবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, একটি পক্ষ কিছু না বুঝেই পুলিশের ওপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় এসআই রাব্বীসহ চারজন পুলিশ গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।