
ডেস্ক রিপোর্ট : ফিলিপাইন সরকার চাইছে, সাইবার হামলার মাধ্যমে রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ যে তদন্ত করেছে, তার ফলাফল তাদের দেখানো হোক। এতে চুরি যাওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা গতিশীল হবে।
অজ্ঞাত হ্যাকাররা নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার ভুয়া নির্দেশনাপত্র পাঠিয়ে হাতিয়ে নেয়। পরে এ অর্থ ফিলিপাইনের রিজাল ব্যাংক থেকে উত্তোলন করা হয়।
ফিলিপাইনের অর্থসচিব কার্লোস ডোমিনগুয়েজ বলেছেন, তদন্তের ফলাফল দেখাতে ঢাকাকে ‘জোরালো সুপারিশ’ করেছে ম্যানিলা। গত সপ্তাহে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রতিনিধিদলকে ডোমিনগুয়েজ নিশ্চিত করেছেন, তার সরকার বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ উদ্ধার করে দিতে সব কিছু করছে।
প্রতিনিধিদল এক ববৃতিতে ডোমিনগুয়েজের উদ্ধৃতি দিয়েছে, যাতে বলা হয়েছে, ‘আপনাদের হয়ে যতটা সম্ভব জোরালোভাবে আমরা মামলাগুলো লড়ছি।’
তদন্ত সম্পর্কে অপরাধীচক্র জেনে যাবে- এমন আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক অর্থ চুরির ঘটনায় তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে রাজি হয়নি।
ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ১০ কোটি ডলার চুরি করার চেষ্টা চালায় অজ্ঞাত হ্যাকাররা। পুরো অর্থ হাতিয়ে নিতে না পারলেও ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে চারটি অ্যাকাউন্টে ভুয়া নামে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনে স্থানান্তর করে নেয়।
বেশির ভাগ অর্থ ফিলিপাইনে ক্যাসিনোর মাধ্যমে ভাগাভাগি হয়। চুরি হওয়া অর্থের মাত্র দেড় কোটি বাংলাদেশ ব্যাংককে ফিরিয়ে দিতে পেরেছে ফিলিপাইন। এখনো প্রায় সাড়ে ৬ কোটি ডলার উদ্ধার করতে পারেনি বাংলাদেশ।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বাংলাদেশের অর্থ ফেরত দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু গত সপ্তাহে তিনি বাংলাদেশ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন। বলা হয়, তার ওপর অর্থ ফেরত দেওয়ার চাপ বাড়তে পারে।
বাংলাদেশের তদন্ত প্রতিবেদন ফিলিপাইন সরকারকে দেখানো হয়েছে কি না- জানতে চাইলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, ‘এখনো আমাদের কাছে কেউ কিছু চাননি।’
কিন্তু ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নেস্তর এসপেনিলা জানিয়েছেন, তারা বাংলাদেশের নিশ্চয়তা পেয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ‘প্রাথমিক অগ্রগতি’ সম্পর্কে তাদের জানানো হবে।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ও রিজাল ব্যাংকের কাছে চুরি যাওয়া অর্থ ফিরিয়ে দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে রিজাল ব্যাংক ইতিবাচক থাকলেও পরে তারা অর্থ ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায়। অর্থ চুরি যাওয়ার জন্য তারা বাংলাদেশ ব্যাংকের অবহেলাকে দায়ী করেছে।
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক রিজাল ব্যাংকের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছেন, রিজাল ব্যাংক যেহেতু চুরির অর্থ গ্রহণ করেছে, সেহেতু এর দায় তাদের নেওয়া উচিত। তাদের ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরির অর্থ লেনদেন হওয়া ঠেকাতে ব্যর্থ হওয়ায় ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক রিজাল ব্যাংককে ২ কোটি ডলার জরিমানা করে। জরিমানা দেওয়াই প্রমাণ করে, তারা এর জন্য দায়ী।
ফিলিপাইনের অর্থ পাচারবিরোধী একটি প্রতিষ্ঠান গত মাসে চুরির অর্থের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রিজাল ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে।
অর্থ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের এফবিআই, ইন্টারপোল, বাংলাদেশ পুলিশ ও ফিলিপাইন কর্তৃপক্ষ তদন্তে নামলেও এখন পর্যন্ত তারা কাউকে আটকে করতে পারেনি।