আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান ও চীনের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার তাইওয়ান প্রণালীতে চীনের বিমানবাহী রণতরী প্রবেশের পর তাইপেই নিজের বিমানবাহিনী ও নৌবাহিনীকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
স্বশাসিত তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানকে মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত করতে চায় বেইজিং। গত মাসে একমাত্র বিমানবাহিনী রণতরী লিয়াওনিংসহ ছয়টি যুদ্ধজাহাজকে দক্ষিণ চীন সাগরে মহড়ায় অংশ নিতে পাঠায় চীন। যাওয়ার পথে তাইওয়ানের দক্ষিণাঞ্চল অতিক্রম করেছে এসব রণতরী। চীনা নৌবহরের ওপর নজরদারির জন্য ওই সময় জঙ্গিবিমান পাঠিয়েছিল তাইওয়ান।
বুধবার দক্ষিণ চীন সাগরে মহড়া থেকে ফেরার পথে লিয়াওনিংসহ ছয়টি যুদ্ধজাহাজগুলো তাইওয়ান প্রণালী পাড়ি দেয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চেন চুং-চাই জানিয়েছের, চীনের রণতরী তাইওয়ানের সমুদ্রসীমায় প্রবেশ করেনি। তবে এটি দক্ষিণপশ্চিমে তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ জোন অতিক্রম করেছে। এর জবাবে তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধজাহাজগুলোর চলার পথ নজরে রাখা এবং নিয়ন্ত্রণের জন্য তাইপেই সঙ্গে সঙ্গেই যুদ্ধ বিমান ও নৌবাহিনীর জাহাজ পাঠায়।