তাদের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত পুলিশ সদস্য ও তাদের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া টাকার চেক তুলে দেন।
ডিএমপিতে কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত ২৩ জন পুলিশ সদস্য ও তাদের পরিবারকে এ টাকা দেওয়া হয়।

পুলিশ কমিশনার বলেন, ‘দেশ ও জাতির সেবা করার জন্য যে সব পুলিশ সদস্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সে সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’