তামিমের রেকর্ড ভাঙলো হাসানুজ্জামান

রেলিগেশন লিগে সোমবার (২১ জুন) ওল্ড ডিওএইচএসের বিরুদ্ধে মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করে অনন্য নজির গড়লেন পারটেক্সের হাসানুজ্জামান। সেইসঙ্গে তামিম ইকবালের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন তিনি।

তবে দ্রুততম সেঞ্চুরিটা এখনও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য পারভেজ হোসেনের দখলে। গত বছরের শেষদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশাল দলের হয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন পারভেজ হোসেন ইমন। তিনি ভেঙেছিলেন তামিম ইকবালের করা ৫০ বলে সেঞ্চুরির রেকর্ডকে।

তার আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল তামিম ইকবালের। ২০১৯ সালে বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ৬১ বলে খেলেছিলেন ১৪১ রানের ইনিংস। সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ৫০ বলে। এবার দ্রুততম সেঞ্চুরিতে তামিমকে তিনে নামিয়ে আনলেন ৩০ বছরের হাসানুজ্জামান।

সেঞ্চুরির পথে যেতে গিয়ে মাত্র ৩৯ বলেই ৮৯ রান করে ফেলেছিলেন হাসানুজ্জামান। সুযোগ ছিল পারভেজের রেকর্ডও ভেঙে দেওয়ার। কিন্তু পরের ১১টি রান নিতে তিনি খেলে ফেলেন আরও ৯ বল। শেষ পর্যন্ত ৫২ বলে ১১ চার আর ৭ ছক্কায় ১০৫ রান করে থেমেছেন তিনি। এর আগে তিনি অর্ধশতরান করেছিলেন মাত্র ২৫ বলে।