ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : তামিম ইকবাল আর ক্রিস গেইল যখন ব্যাট করছিলেন, মনে হচ্ছিল অনায়াসেই ১৮০ প্লাস রান করে ফেলবে চিটাগং ভাইকিংস। কিন্তু কিসের কী ১৮০, দেড়শ রানও করতে পারল না তারা! গেইল-তামিমের বিদায়ের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল চিটাগংয়ের ব্যাটিং। বিপিএলের এলিমিনেট ম্যাচে চিটাগংকে রাজশাহী কিংস বেঁধে ফেলল ১৪২ রানেই।
তাতে বড় অবদান রাজশাহীর ওয়েস্ট ইন্ডিয়ান পেসার কেসরিক উইলিয়ামসের। ৪ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। চিটাগংয়ের হয়ে তামিমের ৫১ ও গেইলের ৪৪ ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কেউই।
মিরপুরে দুপুরে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি। ব্যাট করতে নেমে চিটাগংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি। একাদশে ফেরা ডোয়াইন স্মিথ দ্বিতীয় ওভারেই ডাক মেরে বিদায় নেন। কেসরিক উইলিয়ামসের বলে স্লিপে স্যামির হাতে ক্যাচ দেন স্মিথ। চিটাগংয়ের স্কোর তখন ১ উইকেটে ৮। এরপরই গেইল-তামিম মিলে গড়েন ৭৪ রানের বড় জুটি।
শুরুটা যদিও ধীর গতিতে করেছিলেন গেইল। মুখোমুখি প্রথম চার বলে থেকে কোনো রানই নিতে পারেননি। ষষ্ঠ ওভারে মেহেদী হাসান মিরাজের প্রথম দুই বলে হাঁকান দুই ছক্কা। প্রথমটি লং অন দিয়ে আর পরেরটি অং অফ দিয়ে আছড়ে পড়ে সীমানার বাইরে। পরের ওভারে আফিফ হোসেনের প্রথম ও শেষ বলেও হাঁকান দুই ছক্কা। অন্যদিকে তামিমও দারুণ সব চার মেরে রানের গত সচল রাখেন।
ছক্কা মেরে ফিফটি পূর্ণ করতে গিয়ে আউট হয়ে যান গেইল। ১১তম ওভারে জেমস ফ্রাঙ্কলিনের বলে লং অনে ফরহাদ রেজার হাতে ধরা পড়েন ক্যারিবীয় তারকা। ৩০ বলে ৫ ছক্কা ও ২ চারে গেইলের ব্যাট থেকে আসে ৪৪ রান। চিটাগংয়ের স্কোর তখন ১অ ওভার ৪ বলে ২ উইকেটে ৮২।
এরপর তৃতীয় উইকেটে শোয়েব মালিককে সঙ্গে নিয়ে ৩০ রানের জুটি গড়েন তামিম। তবে দুই ওভারের মধ্যে এই দুজনের বিদায়ে চিটাগংয়ের রানের গতি কমে যায়। রেজার বলে মিরাজকে ক্যাচ দেওয়ার আগে মালিক করেন ১২ বলে ১৪ রান। তামিম ৪৪ বলে ফিফটি তুলে নিয়ে পরের ওভারে উইলিয়ামসের বলে কভারে সামিত প্যাটেলকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন। ৪৬ বলে ৬টি চারে তামিম করেন ৫১।
তামিমের বিদায়ের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে চিটাগংয়ের ব্যাটিং। পরের দুই ওভারেই চিটাগং হারায় ৪ উইকেট। এর মধ্যে উইলিয়ামসের করা ইনিংসের ১৯তম ওভারেই ৩ উইকেট। শেষ ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে চিটাগং তুলতে পারে মাত্র ৩০ রান।