তামিম এখন পাকিস্তান সফরের বিশ্ব একাদশ দলে

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সফরের বিশ্ব একাদশ দলে আছেন বাংলাদেশের তামিম ইকবাল। দলটিকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি।

বৃহস্পতিবার বিকেলে আলোচিত এই সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগেই দলটির কোচ করা হয়েছে প্রাক্তন জিম্বাবুইয়ান ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারকে।

দলে ডু প্লেসি ছাড়াও দক্ষিণ আফ্রিকা থেকে আছেন আরো চার ক্রিকেটার- হাশিম আমলা, মরনে মরকেল, ডেভিড মিলার, ইমরান তাহির। অস্ট্রেলিয়া থেকে আছেন তিনজন- জর্জ বেইলি, বেন কাটিং ও টিম পাইন।

গত মার্চে লাহোরে পিএসএলের ফাইনালে খেলা ড্যারেন স্যামিসহ ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন দুজন। এ ছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে একজন করে ক্রিকেটার আছেন বিশ্ব একাদশ দলে।