তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শশিকলা

আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ও পনিরসেলভম। অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) সাধারণ সম্পাদক শশিকলা নটরাজনই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বলে রোববার জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

চেন্নাইতে এআইএডিএমকে সদর দফতরে রোববার দলীয় বিধায়কদের বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকের পর এআইএডিএমকে’র পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় বিধায়করা বিধানসভার দলনেত্রী হিসেবে শশিকলা নটরাজনকে বেছে নিয়েছেন। ও পনিরসেলভম বলেছেন, ‘আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি এবং আমরা সর্বসমস্মতিক্রমে বিধানসভায় শশিকলাকে দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছি।’

এআইএডিএমকে’র পক্ষ থেকে আরো জানানো হয়েছে, শিগগরিই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শশিকলা নটরাজন।

তামিলনাড়ুতে এআইএডিএমকে ক্ষমতায় থাকা সত্ত্বেও বেশ কয়েকবার আইনি জটিলতায় জয়ললিতাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সাময়িকভাবে সরে থাকতে হয়েছিল। সে সময় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তার বিশ্বস্ততম অনুগামী ও পনিরসেলভম। জয়াললিতা যখন অসুস্থ হয়ে পড়েন, তখনও ক্যাবিনেটের ‘দ্বিতীয় শীর্ষ’ ব্যক্তিত্ব হিসেবে মন্ত্রিসভার বৈঠকে পনিরসেলভমই সভাপতিত্ব করতেন। তাই স্বাভাবিকভাবেই জয়ললিতার মৃত্যুর পর পনিরসেলভমই মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু জয়ললিতার দীর্ঘ দিনের বান্ধবী শশিকলা যে ভাবে দ্রুত তামিল রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছিলেন, তাতে মুখ্যমন্ত্রীত্বে শিগগরিই তার অভিষেক হতে চলেছে বলে জল্পনা তীব্র হচ্ছিল। দলের একটি অংশ শশিকলার মুখ্যমন্ত্রীত্বের দাবিতে প্রকাশ্যে আলোচনা শুরু করেছিল।