মেহেদী হাসান হীরাঃ তারুন্যের অহংকার যুবলীগ নেতা মোঃ কবির হোসেন উত্তরার তরুন নেত্রীতের অধিকারী যুব সমাজের অহংকার উত্তরার কৃতি সন্তান কবির ভাই বলে পরিচিত । তিনি যুবলীগের তীর্নমূল পর্যায়ের নেতাদের নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছেন; ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যুবলীগের কেন্দ্রীয় পর্যায়ে ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতাদের এবং উত্তরার স্থানীয় নেতা-কর্মীদের পরামর্শে সর্বদা কাজ করে যাচ্ছেন; উত্তরার তরুনের মধ্যে একটি কথা শোনা যায় যুবলীগ নেতা কবির ভাই অহংকার ; মোঃ কবির হোসেন আমাদের প্রতিনিধি কে বলেন; আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়; আজ দেশ স্বনির্ভর যেমন; শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস , বিদ্যুৎ ও রাস্তাঘাট আজ উন্নয়নে ভরপুর; তিনি আরো বলেন; এই সকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে ঢাকা- ১৮ আসনের নয়নের মনি জন-মানুষের নেত্রী সাবেক সফল স্বরাষ্ট ও ডাক-টেলিযোগাযোগ মন্ত্রী এড. সাহারা খাতুন এম.পি.; তিনি উত্তরার বাসীর জন্য কম খরচে চিকিৎসা পেতে একটি সরকারী হাসপাতাল নির্মান করে দিয়েছেন এর পাশাপাশি দুইটি সরকারী মহাবিদ্যালয় নির্মান করেছেন একটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের নামে ও অন্যটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর নামে ; যেখানে কম খরচে ছেলে-মেয়রা পড়া-শুনা করতে পারে । তিনি বলেন; সাংবাদিক ভাই-বোনেরা আপনারা জাতির বিবেক, আপনাদের বিবেক দিয়ে আজ দেশে যে উন্ননয় হচ্ছে তা তুলে ধরুন; আমি ছোটখাট কর্মী, জাতির জনক বঙ্গবন্ধুর ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক ।