তার আবেদনময়ী রূপ শিহরণ জাগায় পুরুষের মনে

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। তার আবেদনময়ী রূপ শিহরণ জাগায় পুরুষের মনে। তাই তো কনডম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ম্যানফোর্স’ তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন এ অভিনেত্রীকে।

সিনেমার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। যার মধ্যে রয়েছে ম্যানফোর্স কনডমেরও বিজ্ঞাপন। তবে বিজ্ঞাপন করেই ক্ষান্ত হন না তিনি। এর পাশাপাশি বিভিন্ন সময় মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিরাপদ যৌনতা নিয়ে লিখে থাকেন সানি লিওন।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে এমনই একটি পোস্ট দিয়েছেন সানি। পোস্টে মাস্তিজাদে এ তারকা প্রশ্ন তুলেছেন সেক্সের মতো সুন্দর বিষয়কে কেন ভয়ের করে তোলা হচ্ছে। পোস্টে কিছু লেখাসহ নিজের একটি ছবি দিয়েছেন যেখানে লেখা, ‘ভালোবাসার বিষয়টি ভয়ংকর করে তুলবেন না, নিরাপদ থাকুন।’ এর ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন, ‘কেন আপনারা সুন্দর বিষয়গুলোকে ভয়ের করে তোলেন?’

সানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বেঈমান লাভ। তার পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে আরবাজ খানের বিপরীতে দেখা যাবে তাকে।