
আন্তর্জাতিক ডেস্কঃ তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে সবচেয়ে বেশি আলোচনা হয় নারী অধিকার নিয়ে। এর আগেই দেশের ক্ষমতায় থেকে নারী অধিকার পরিপূর্ণ খর্ব করেছিল তালেবান। তাই এবার তালেবানের নারী নীতি সঠিকভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রাহমান আল-থানি। একই সঙ্গে যারা দেশ ছাড়তে ইচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। খবর আল জাজিরার।
নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিগরিদ কাগের সঙ্গে বৈঠক শেষে কাতারের এ কূটনীতিক বলেন, দোহায় অনুষ্ঠিত তালেবানের সঙ্গে আলোচনার একটি বিস্তৃত অংশজুড়ে ছিল নারীদের ব্যাপারে তাদের ভূমিকাকে কেন্দ্র করে। তাদের উচিত নারীদের অধিকারের বিষয়টি পুনর্বিবেচনা করা এবং তাদের কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের অনুমতি দেওয়া।
১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে লাখের বেশি আফগান নাগরিক দেশ ছেড়েছেন। অনেক আফগান নাগরিক শঙ্কা প্রকাশ করেন তালেবানের ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনের পুনরাবৃত্তি নিয়ে। সেসময় ইসলামিক আইনের অজুহাতে প্রকাশ্যে শাস্তি প্রদান এবং নারী অধিকার ক্ষুন্ন করার বিস্তর অভিযোগ আছে তালেবানের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানী কাবুলে অবস্থিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেন তালেবান যোদ্ধারা। পরই জয় উদযাপন করতে দেখা গেছে তাদের। আকাশে গুলি ছুড়ে আফগান সদস্যরা আনন্দ প্রকাশ করেন।
মঙ্গলবার কাবুল বিমানবন্দর থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমাদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান এখন স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে এবং আমাদের দেশের পক্ষ থেকে আমরা বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে চাই। আমরা আফগান নাগরিকদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা আমাদের স্বাধীনতা, মুক্তি এবং ইসলামিক মূল্যবোধ রক্ষা করব।