
দীর্ঘ ২০ বছর পর আবারো আফগানিস্তান দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এরপর মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তালেবান দাবি করে, আজকের তালেবান ২০ বছর আগের তালেবান নয়।
তবে এরই মধ্যে তারা জানিয়ে দিয়েছেন, তালেবান শাসনে আফগানিস্তান গণতান্ত্রিক রাষ্ট্র হবে না। বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন তালেবানের একজন ঊর্ধ্বতন সদস্য।
তালেবানের সিদ্ধান্ত প্রণয়নকারীদের ঘনিষ্ঠ তালেবান সদস্য ওয়াহিদুল্লাহ হাশিমি বলেছেন, ‘এখানে কোনো ধরনের গণতান্ত্রিক পদ্ধতি থাকবে না, কারণ আমাদের দেশে এর কোনো ভিত নেই’।
হাশিমি বলেন, তালেবোনের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আকুন্দযাদা দেশের সার্বিক দায়িত্বে থাকবেন বলে আমরা মনে করছি।