
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে আটক করা তিন নারী জঙ্গিকে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, খাদিজা, শারমিন ও শাহেদা আফরিনকে জিজ্ঞাসাবাদের জন্য সেখানে নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে থেকে তাদের কড়া নিরাপত্তায় ডিবি কার্যালয়ে নিয়ে যান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের সহকারী কমিশনার (এসি) আহসান উল্লাহ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া।
গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর আজিমপুরের পিলখানা রোডের ২০৯/৫ নম্বর বাড়িতে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযান শেষে ওই বাড়ি থেকে শমসেদ নামের এক জঙ্গির লাশ উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ওই তিন নারী জঙ্গিকে। এ ছাড়া ঘটনাস্থলে থেকে ১২ বছরের এক ছেলে শিশু এবং দুই মেয়ে শিশুকে সেখান থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় করা মামলায় ওই তিন নারী জঙ্গিকে আসামি করা হয়।