সিলেট : টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে সিলেটে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার সকালে তাদের প্রত্যাহার করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন সিলেট নগরীর সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোস্তাফিজ, কনস্টেবল রাজন ও পাবেল।
জানা গেছে, শনিবার রাতে সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সঙ্গে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি আফরোজ আলী, উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মুস্তাকিম আলী ও জানাইয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে দিলওয়ার আহমেদ দেখা করতে আসেন।
সাংসদ এহিয়ার বাসা থেকে তারা বেরিয়ে যাওয়ার পথে এএসআই মোস্তাফিজ, কনস্টেবল রাজন ও পাবেল তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। বিষয়টি জানতে পেরে সাংসদ এহিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। এরই পরিপ্রেক্ষিতে রোববার তাদের প্রত্যাহার করা হয়।