
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের তিন ছাত্র দিনাজপুরের বনতারা মাদ্রাসাতুল উলুম কাওমি মাদ্রাসাতে অধ্যায়নরত আবস্থায় গত বুধবার নিখোঁজ হয়েছে।
নিখোঁজ ছাত্ররা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর বড়পুগী গ্রামের শাহ্ আলমের ছেলে সুজন আলী (১২), নজরুল ইসলামের ছেলে আহসান হাবিব (১৩) ও আবুল হোসেনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (১২)।
উল্লেখ্য, এই তিন শির্ক্ষাথী দিনাজপুরের মহনপুরে অবস্থিত বনতারা মাদ্রাসাতুল উলুম কাওমি মাদ্রাসাতে তিন বছর ধরে হাফেজিতে অধ্যায়ন করে আসছিল।
মাদ্রাসার প্রধান ক্বারী সহিদুল্লাহ বলেন, গত বুধবার সকালে তারা নাস্তা করার জন্য বের হয় আর ফেরত আসেনি। অনেক খোঁজাখুজির পরেও না পেয়ে গত শুক্রবার দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ ছাত্র সুজনের বাবা শাহ্ আলম বলেন, ছেলেরা নিখোঁজ শুনে আমরা খুবই চিন্তিত। যাওয়ার মত সব জায়গাতে খবর নিচ্ছি কোথাও পাচ্ছি না। এ অবস্থায় কি করবো কিছু বুঝে উঠতে পারছি না।