‘তিন সিটি মেয়রকে বহিষ্কার রাজনীতিতে একটি স্বভাবিক ঘটনা’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তিন সিটি মেয়রকে বহিষ্কার রাজনীতিতে একটি স্বভাবিক ঘটনা। বিব্রত বা ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা মনে করলে দল সামনে এগোবে না।’

মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মেয়র বরখাস্তের ঘটনা ভাবমূর্তি ক্ষুণ্ন বা বিব্রত হওয়ার মতো কোনো ঘটনা নয়। আমি আগেও বলেছি, বরখাস্তের ঘটনা প্রধানমন্ত্রী বা হাইকমান্ড জানত না। একটা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত থাকতেই পারে। এটা সেই মন্ত্রণালয়ের ব্যাপার। তারাই এর জবাব দেবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এই সংসদের মেয়াদ ২০১৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত। এর পূর্ববর্তী অথবা পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। এটা সংবিধানেই বলা আছে। আগামী নির্বাচন যথাসময়েই হবে। সংবিধানসম্মতভাবেই হবে।’

তিনি আরো বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জিতে বিএনপি মনে করছে, তারা সারা দেশ জয় করে ফেলেছে। জয় শুরু হয়েছে নারায়ণগঞ্জ দিয়ে, কুমিল্লা দিয়ে নয়। কুমিল্লায় আমাদের প্রধান লক্ষ্য ছিল- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আমরা সেটা করতে পেরছি। আমাদের দলে কিছু বিশৃঙ্খলা ছিল। সেগুলো সমাধানে আমরা কাজ করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. আব্দুর রাজ্জাক, রশিদুল আলম, মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, ড. আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, অসীম কুমার উকিল, আফজাল হোসেন, বিপ্লব বড়ুয়া, মারুফা আকতার পপি প্রমুখ।