
ক্রীড়া ডেস্ক : চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করলেন মুশফিকুর রহিম।
ইশান্ত শর্মার বলে বাউন্ডারি মেরে ৭৭ থেকে ৮১ রানে পৌঁছান মুশফিক। তিন হাজার রানের মাইলফলকে পৌঁছতে মুশফিকের ৭৮ রানের প্রয়োজন ছিল। ২৯২২ রান নিয়ে হায়দরাবাদে মাঠে নেমেছিলেন মুশফিক। চাপের মধ্যে ২২ গজের ক্রিজে দারুণ ব্যাটিং করেছেন টাইগার দলপতি।
টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মুশফিক ছিলেন অসাধারণ। ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ধৈর্য্যর পরীক্ষা দিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। মুশফিকের আগে টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করেছেন সাকিব ও তামিম। সবার আগে এ ল্যান্ডমার্কে পৌঁছেছেন প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
বাংলাদেশের হয়ে টেস্টে সবথেকে বেশি রান করেছেন তামিম ইকবাল। ৪৭ ম্যাচে তামিমের রান ৩৪৬৭। এরপরই আছেন সাকিব আল হাসান। সমান সংখ্যক ম্যাচে সাকিবের রান ৩২৯৫। হাবিবুল বাশার সুমনের রান ৩০২৬। এরপরই মুশফিকের অবস্থান।