
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আরও ৪ জন আহত হন।
সোমবার সকালে লটারি ইউনিয়নের চর চল্লিসালে এই ঘটনা ঘটেছে।
গঙ্গাচড়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কালীর চর এলাকার মনোয়ারুল ইসলামের ছেলে মোকলেছার রহমান (২৮) ও একই এলাকার নুর ইসলামের ছেলে মতিয়ার রহমান (২৯) সহ ৯ জন যুবক সোমবার ভোরে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ৪ জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।