
মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি ॥ দেশের সর্ববৃহত সেচ প্রকল্প তিস্তা ব্যরাজের সেচ ক্যানেলে মৎস্য বিভাগের উদ্দ্যেগে কার্প জাতীয় মাছ চাষ নিয়ে সোমবার দুপুরে তিস্তা ব্যারেজের অবসরে মতবিনিময় অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলার মাছের ঘাটতি মিটাতে প্রকল্পটি বিশেষ অবদান রাখার দাবী মৎস্য অধিদপ্তরের। নীলফামারীর ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও নীলফামারী সদরের ৪টি উপজেলার তিস্তার সেচ ক্যানেলের ১৩টি অংশে এসব মাছের চাষ করা হচ্ছে। তিস্তার সেচ ক্যানেলের ৭৯ কিলোমিটার সেচ ক্যানেলে ২৬৮ দশমিক ৫ হেক্টর ক্যানেলে উপকারভোগীর সংখ্যা রয়েছে ২ হাজার ৬০৭জন। মতবিনিময় সভায় পাউবোর কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
তিস্তা সেচ ক্যানেলের ডিমলার ১টি অংশে উপকারভোগী ৪৬৩জন, নীলফামারী সদরের ৩টি অংশে উপকারভোগী ৪৯২জন, জলঢাকা উপজেলার ৪টি অংশে ৯৭৯জন ও কিশোরগঞ্জ উপজেলার ৪টি অংশে উপকারভোগী রয়েছেন ৬৭৩জন।
রংপুর পওর সার্কেল-২ তত্বাবধায়ক প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর রংপুর অ লের উপ-পরিচালক রফিক উদ্দিন বিশ্বাস, সহকারী পরিচালক অদ্বৈত চন্দ্র রায়, দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর ছাদেক, নীলফামারীর মৎস্য কর্মকর্তা আব্দুল ওহায়েদ মন্ডল, ডিমলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জলঢাকা মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদৌস, খানসাম মৎস্য কর্মকত’ আন্না রানী দাসসহ মৎস্য বিভাগের কর্মকর্তাগন, পাউবোর প্রধান সম্প্রসারন কর্মকর্তা আব্দুল হাকিম, উপ-প্রধান সম্প্রসারন কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ডালিয়া পাউবোর সম্প্রসারন কর্মকর্তা রফিউল বারী, তিস্তা যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শামসুজ্জোহা, উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, তিস্তার সেচ ক্যানেলে কার্প জাতীয় মাছের পোনা ডিমলায় ১ হাজার ৬৬৬ দশমিক ৬৬ কেজি, নীলফামারী সদরে ১হাজার ৪০ কেজি, কিশোরগঞ্জ উপজেলায় ১ হাজার ৬৬ কেজি ও জলঢাকা উপজেলায় ৩ হাজার ৩৩৩ দশমিক ৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসব মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, সরপুটি, গ্রাস কাপসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা।
কর্মসুচীর আওতায় তিস্তার সেচ ক্যানেলের সিল্ট ট্রাপ থেকে নাউতরা সুইচ গেট, নীলফামারীর হরিশচন্দ্র পাঠ থেকে চাঁদেরহাট, চাঁদেরহাট থেকে কুখাপাড়া, কুখাপাড়া থেকে সোনারায়, জলঢাকার দুন্দিবাড়ী থেকে বগুলাবাড়ী, নাউতরা থেকে দুন্দিবাড়ী, দুন্দিবাড়ী থেকে হরিশচন্দ্র পাঠ, মাথাভাঙ্গা থেকে কাজীরহাট, কাজীরহাট থেকে কৈমারী ও কিশোরগঞ্জের বড়ভিটা থেকে রাজিব, রাজিব থেকে চন্ডিমন্ডপ, রাজিব থেকে গাড়াগ্রাম ও বগুলাগাড়ি থেকে বড়ভিটা অংশে মাছের চাষ করা হচ্ছে।
ডিমলা তিস্তা সেচ ক্যানেল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহাজান আলী বলেন, ২০০৭সালের তত্বাবধায়ক সরকারের সময় মৎস্য বিভাগের উদ্দ্যেগে ক্যানেলে মাছ পোনা অবমুক্ত করা হয়েছিল। সে সময় তিস্তার ক্যানেলে মাছের উৎপাদন ভাল হয়েছিল। প্রভার ভেদে কার্প জাতীয় মাছ ওজন ১০কেজি পর্যন্ত হয়েছিল। উৎপাদিত মাছ নিজেরা খেয়ে বাজারে বিক্রি করে ব্যাপক লাভ করেছিল মৎস্য চাষীরা। তিস্তার সেচ ক্যানেলে মৎস্য চাষ করার সময় বাড়তি কোন খাবার দিতে না হওয়ায় ব্যাপক লাভ হয়।
ডিমলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মৎস্য বিভাগের পক্ষ থেকে চাষীদের প্রয়োজনীয় সকল পরামর্শ ও প্রশিক্ষন প্রদান করা হয়। সুস্থ ও সবল জাতের মাছের পোনা সরকারীভাবে অবমুক্ত করা হয়েছে। উপকারভোগীরা সার্বিক বিষয়ে খোজখবর রাখতে হবে যাতে কোন জেলে জাল ফেলে মাছ ধরতে না পারে। সেখানে ৫টি ব্যবস্থাপনা কমিটির সকল বিষয়ে তদারকি করছে।
ডালিয়া পাউবোর সম্প্রসারন কর্মকর্তা রফিউল বারী তিস্তার সেচ সুবিধার কোন ক্ষতি না করে তিস্তার ক্যানেলে কার্প জাতীয় মাছ চাষ করা সম্ভব। জলাশয় ব্যবহার ও আমিষের চাহিদা পুরন ও দরিদ্রদের আর্থিকভাবে সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এ কর্মসুচী শুরু হয়েছে। এ ক্ষেত্রে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সঙ্গে পানি সম্পদ মন্ত্রনালয়ের যৌথ সমঝোতায় রয়েছে মাছ চাষ কর্মসুচীতে।
মতবিনিময় সভায় তিস্তার ক্যানেলে পানি সরবরাহ, মাছ ধরা রোধসহ পাহারাদার নিয়োগ, উপকারভোগীদের সচেন হওয়া পাশাপাশি মৎস্য বিভাগ ও পাউবো যৌথভাবে কাজ করবে।