
নিজস্ব প্রতিবেদক, সাভার : বগুড়ায় এক ছাত্রীকে ধর্ষণ এবং তাকে ও তার মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার প্রধান আসামি তুফান সরকারের স্ত্রীসহ তিনজনকে সাভার থেকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের বহন করা প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে তুফানের স্ত্রী আশা ছাড়াও তার দুই সহযোগী জিতু এবং মুন্না রয়েছেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, আটককৃতরা বগুড়া থেকে প্রাইভেটকারে ঢাকায় পালিয়ে আসছেন এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ১১টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে তাদের আটক করা হয়। রাতে তাদের বগুড়া জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।