তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর কঠোর অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে তুরস্ক সরকারের সমাবেশ করার চেষ্টা নিয়ে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে দেশটির তীব্র সমালোচনা করেছেন কয়েকটি ইইউ দেশের নেতা। এছাড়া তারা তুরস্কের বিরুদ্ধে কঠোর অবস্থানও নিয়েছেন। এর অংশ হিসেবে তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী মাসে অনুষ্ঠিতব্য একটি বৈঠক বাতিল করেছে ডেনমার্ক।

তুরস্কের প্রেসিডেন্টের ক্ষমতার পরিধি বাড়ানোর বিষয়ে ১৬ এপ্রিল গণভোট হওয়ার কথা রয়েছে। ইউরোপের দেশগুলোতে ৫৫ লাখ তুর্কি বসবাস করে। এর মধ্যে জার্মানিতেই আছে ১৪ লাখ ভোটার। গণভোটের জন্য ইউরোপীয় দেশগুলোতে প্রচার সমাবেশ করতে না দেওয়ায় প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান সম্প্রতি বলেছেন, জার্মানি ও নেদারল্যান্ডস নাৎসি ও ফ্যাসিস্টদের মতো আচরণ করছে।

এর প্রতিক্রিয়ায় ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, তুর্কি প্রেসিডেন্টের এ ধরণের মন্তব্য ‘অগ্রহণযোগ্য।’ ডাচদেরকে নাৎসীবাদী বলায় রোববার এরদোয়ানের কাছ থেকে ক্ষমাও দাবি করেছেন তিনি।

ডাচ প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এদেশ নাৎসিদের বোমা হামলা শিকার হয়েছে। ফলে তুরস্কের ওই মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’

ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেছেন, ‘তুরস্কে গণতান্ত্রিক নীতিগুলো ভীষণ চাপের মধ্যে রয়েছে।’

তিনি জানিয়েছেন, আগামী মাসে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে অনুষ্ঠিতব্য একটি বৈঠক তিনি স্থগিত করেছেন। এর কারণ হিসেবে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, ‘ হল্যান্ডের ওপর সাম্প্রতিক এই হামলার সাথে বৈঠককে আলাদা করে দেখার সুযোগ নেই।’

এদিকে, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী সে দেশে তুরস্কের রাজনৈতিক প্রচারাভিযানের বিরোধিতা করেছেন। তিনি বলেন, ‘জার্মানিতে তুরস্কের প্রচার চালানোর কোনও প্রয়োজন নেই।’

অপরদিকে, ফ্রান্সের এক মন্ত্রী বলেছেন, ‘তুরস্ক তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ানোর ভিত্তিমূলই বিনষ্ট করেছে।’