তুরাগ নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী থেকে রাকিব মিয়া (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।

রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। রাকিবের বাবার নাম আব্দুল কুদ্দুছ মিয়া। কুদ্দুছ সপরিবারে টঙ্গীর কামারপাড়া এলাকায় থাকেন। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহির উদ্দিন জানান, রাকিব শনিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী সড়ক ব্রিজ থেকে তুরাগ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে রাতেই ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

এক পর্যায়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে ব্রিজ হতে প্রায় দুই গজ দূরে থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।